,

কালিগঞ্জ বিষ্ণুপুর মুজিব কেল্লা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃমুজিব কেল্লা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর মুজিব কেল্লার নির্মাণ কাজে এমন নিম্নমানের ইট, খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ জনসাধারণ। সরেজমিন সুত্রে জানাগেছে, বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গলঘেশিয়া নদীর চরে নির্মানাধীন মুজিব কেল্লা’র নির্মাণকাজ শুরু হয় গত ২৩ মে ২০২১ সাল থেকে। অভিযোগ উঠেছে নিম্নমানের ইট, খোয়া দিয়ে ছাদ ঢালাই সহ বিভিন্ন নির্মাণকাজ করছেন নাজমুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান।২ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে মুজিব কেল্লা নির্মাণ করা হচ্ছে।
এলাকাবাসী ও ইউপি সদস্য খলিলুর রহমান সরদার, সিরাজুল ইসলামসহ অনেকে নিন্মমান কাজের প্রতিবাদ করেন। এবিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন এর সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান কাজের তদারকী করছি নিয়মিত, কিছু ইট নিন্মমানের এসেছে, আমি সেগুলো পরিবর্তনের জন্যে বলে দিয়েছি ঠিকাদারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *