,

কালিগঞ্জ মৌতলায় ২৭ বছর দখলীয় সম্পত্তিতে ঘরবাঁধতে বাঁধা প্রদানের অভিযোগ

শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে সংবাদকর্মীর ২৭ বছর দখলীয় সম্পত্তিতে ঘরবাঁধতে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রফিকুল ইসলাম গংয়ের বিরুদ্ধে। এঘটনায় সংশ্লীষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যেকোন মুহুর্তে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা।

সরেজমিন ও ভুক্তভোগীর সুত্রে জানাগেছে,
উপজেলার মৌতলা ইউনিয়নের ৩নং ওয়াডের মৃত শেখ মকবুল হোসেন এর পুত্র শেখ হাবিবুর রহমান ও শেখ নাবিউল্লাহ মৌতলা মৌজার ৫৬১ নং সিএস খতিঃ ১২৪৮ দাগে ৫ শতাংশ জমির উপরে দীর্ঘ ২৭ বছর ধরে রেকডিয় সম্পতিতে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থানে থেকে
বসবাস করে আসছে। সেমী পাকা টিনশেডের বসতঘর, রান্নাঘর ও কাঠঘরসহ সাজানো গোছানো সংসার ছিলো।সম্প্রতি ঝড়ের কারণে বসতঘরের উপরে গাছের ডাল পড়ে ঘরের ছাউনীসহ দেওয়াল নষ্ট হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। একপর্যায়ে ভঙ্গুর অবস্থা বসতঘর ছেড়ে অন্যাত্র বসবাস করে ঘরের মালিক এবং সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করলে একই গ্রামের শেখ ছবিলার রহমানের পুত্র শেখ রফিকুল, শেখ রাশিদুল ইসলাম,
শেখ রওনাকুল, শেখ মাজেদসহ তাদের দোসররা অন্যের রেকডিয় ঐ জমি জবরদখলের লক্ষে খোঁটা মেরে হুমকী দেয়। জামাত শিবিরের ক্যাডার সহিংসতা মলার আসামী রফিকুল ইসলাম গংরা পুর্ব পরিকল্পিতভাবে হয়রানী ও আর্থিকভাে ক্ষতিগ্রস্থ্য করতে নানান রকমের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ দায়ের করে চলেছে। প্রতিকার প্রার্থনায় শেখ হাবিবুর গং পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *