,

কালিয়াকৈরে জিডিইউ-তে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাকিল হোসেন,গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর জিডিইউ-তে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জিএসটি ভূত সমস্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা কালিয়াকৈরে অবস্থিত গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে শুত্রুবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর সি ইউনিটের জন্য মোট ৪৮১ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ৪৪৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৩৬ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৯২.৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে জিডিইউ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “কোনো ধরনের ত্রুটি বা বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *