নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে বারবাজার হাইওয়ে পুলিশ।
তবে, এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এরপর বারবাজার হাইওয়ে পুলিশ এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে, সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের যেকোন সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply