নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি, গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাহী সদস্য, গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকারিয়া আল মামুন পেশাগত দায়িত্ব পালনকালে বর্বর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
জানা গেছে, আজ ১১ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় জামালপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল ও ফাহিমের নেতৃত্বে আরও ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে জাকারিয়া আল মামুন গুরুতর আহত হন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই বর্বর ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে — সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাইতেছি যে অতি দ্রুততম সময়ে মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply