মোঃ হাফিজুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃশ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গত রাতে (১০ ডিসেম্বর) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে নগদ টাকা ও দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রতিদিনের মতো অফিস বন্ধ করে সবাই বাড়ি ফিরেছিলেন। সকালে স্কুলে এসে দেখা যায় অফিসরুমের তালা ভাঙা এবং আলমারি ও ডেস্ক তছনছ করা। পরবর্তীতে হিসাব করে দেখা যায়, অফিসে রাখা একটি নির্দিষ্ট তহবিলের নগদ টাকা ও দুটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ চুরি হয়েছে। ল্যাপটপ দুটিতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, পরীক্ষাসংক্রান্ত তথ্য এবং শিক্ষার্থীদের ডাটাবেইজ সংরক্ষিত ছিল।
এদিকে, কাশিমাড়ী ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরি–ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য—প্রায়ই রাতে জনশূন্য রাস্তায় অচেনা লোকজনের চলাচল দেখা যায়, কিন্তু এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে।
একজন স্থানীয় সমাজসেবক জানান, “দিন দিন চুরির ঘটনা বাড়ছে, কিন্তু প্রতিকার নেই। গভীর রাতে অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করা গেলে এসব চুরি অনেকাংশে রোধ করা সম্ভব।”
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
ক্রমবর্ধমান চুরি-ডাকাতির ঘটনায় কাশিমাড়ী ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—রাতের টহল জোরদার করা এবং সন্দেহজনক চলাচলে কঠোর নজরদারি নিশ্চিত করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply