,

কুড়িগ্রাম-২ আসনের এমপির নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

মোঃ এনামুল হক বিপ্লব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম-২ আসনের এমপি ডা: হামিদুল হক খন্দকার বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের নদী ভাঙা মানুষের জন্য তার বিশেষ দৃষ্টি রয়েছে। নদী ভাঙন ঠেকাতে এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার নদী খনন ও তীররক্ষা কর্মকান্ডে মেগা প্রকল্প হাতে নিয়েছে। এ মেগা প্রকল্পে কুড়িগ্রাম অন্যতম অবস্থানে রয়েছে। এ প্রকল্পের আওয়তায় তিস্তা,ধরলা এবং ব্রহ্মপত্র নদের বিভিন্ন ভাঙ্গন এলাকায় নদী শাসন করা হবে। ২০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম-২ আসনের ডা: হামিদুল হক খন্দকার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী,বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট ও ডাঙ্গারহাট ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ভাঙ্গনের শিকার অর্ধশতাধিক মানুষ তাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কন্ঠে নদী ভাঙনের প্রতিকার চান। তিনি উপস্থিত নদী ভাঙা মানুষদের শীঘ্রই নদীর ভাঙন রোধে আশ্বাস দিয়ে বলেন-প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের নদী ভাঙা মানুষের জন্য তার বিশেষ দৃষ্টি রয়েছে। এ জন্য তিনি কুড়িগ্রামের নদী শাসনে বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দ বাস্তবায়ন হলে কুড়িগ্রামকে চিরদিনের জন্য নদী ভাঙন থেকে মুক্ত করা সম্ভব। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান,এমপি’র প্রতিনিধি সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তাইজুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *