,

কুমিল্লায় বিএনপির গাড়িবহরে হামলা, আহত ৬০

নিজিস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে পদযাত্রায় অংশগ্রহণ করতে প্রায় ৬০টি গাড়িবহর নিয়ে যাত্রা করে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি। পথিমধ্যে লাকসামে পৌঁছালে ওই গাড়ি বহরে হামলা চালায় সরকার দলীয় নেতাকর্মীরা। এতে কমপক্ষে ৬০ নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় ৩৫টি মাইক্রোবাস ও গাড়ি। শুক্রবার দুপুর একটায় জেলার লাকসাম উত্তর বাইপাস সড়কের উত্তর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, দেলোয়ার হোসেন নামে এক কর্মী আহতের খবর পেয়ে তার ৬০ বছর বয়সী পিতা আবুল কাসেমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আহতদের মধ্যে রয়েছেন- মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ অন্তত ৬০ নেতাকর্মী। এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই সরকারের পদত্যাগ দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *