শ্যামনগর প্রতিনিধি: ‘‘দুর্যোগ প্রস্ততিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো’’ , এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় কৈখালী ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। ( ১০ মার্চ রবিবার ) সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে ০৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদের চত্তর থেকে এক বর্ণাঢ্য র্্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় অংশ নেয় । সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। আলোচনা সভায় বক্তারা ইউনিয়ন এর ঝুঁকি সমূহ বেড়িবাঁধ ও সাইক্লোন সেল্টার গুলো সংস্কার এবং সংকটের সমাধান বিষয় গুলো তুলে ধরেন । সেই সাথে এলাকায় মানুষদের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত থাকতে জনসচেতনতা সৃষ্টি করতে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান করেন। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। এসময় আর ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply