নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন ওই নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আজ রবিবার রাতে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মাজার রোড প্রদিক্ষণ করে গাবতলী আন্ত জিলা বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মশাল মিছিল থেকে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণেরও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তারা কারণ দর্শানোর নোটিশকে অযৌক্তিক বলে দাবি করেন।
জানা যায়, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন এস এ সাজুর কর্মী-সমর্থকরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply