ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত, লাথি ও ছুরির আঘাতে এখন পর্যন্ত ৯৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহত অবস্থায় এই ৯৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আমান দৈনিক অগ্রদূত কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আহত অবস্থায় আমাদের এখানে ৯৪ জন চিকিৎসা নিয়েছে। আহতদের জরুরি বিভাগ থেকে সেলাই ও চিকিৎসা দেওয়া হয়েছে।
ডা. আমান বলেন, ডেমরার সারুলিয়ায় গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও ৯৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply