,

‎কোস্টগার্ডের হাতে মোটরসাইকেলসহ ১ জন আটক

‎মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীনোয়াখালী চোরাইকৃত মোটর সাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড। ‎গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী হাতিয়া থানাধীন নলছিরা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১টি চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করা হয়।‎
‎জব্দকৃত মোটর সাইকেল ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *