।
কয়রা উপজেলা প্রতিনিধি:নুরুল আমিন পলাশঃ
১০ই ডিসেম্বর কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে ছাত্রদলের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান, সদস্য সচিব কয়রা উপজেলা ছাত্রদল।মাহমুদ হাসান বলেন বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের মানুষের মানবাধিকার লংঘন করেছে,তাঁরা ছাত্রদল ও সাধারন মানুষকে গুম,খুন ও অমানুষিক নির্যাতন করেছে।যে কারণে তাঁদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ইমরান হোসেন,সদস্য কয়রা উপজেলা ছাত্রদল, নুর আলম মুরাদ,উসমান,প্রান্ত,ওমিখাতুন, ৷ সোনালি, মেঘলা,লামিয়া,সুমাইয়া,নিষান, নাইম, সম্রাট,ফরিদুল,রুপন,মাহিন,হযরত,দ্বীপ,তুফান,নাজিফা,রানা,মিনার, ওয়েজকুরুনী,বাবু,মুস্তাকিম প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply