নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ৩ বাড়ির ৮ জনকে অচেতন করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভেরামতলী গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন- মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের আনিসুর রহমান(৪৫), তার স্ত্রী সালমা আক্তার(৩৫) এবং ছেলে তৌহিদুর রহমান(১০), পাশের বাড়ির মোকছেদ আলী(৫০), ছেলে মাসুদ (৩০), মেয়ে মালা(২৭)।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকলের খাবার খাওয়ার পর থেকেই আমাদের শরীর জিম জিম লাগছিল। পরে পরিবারের সবাই অসুস্থ হতে থাকে। শরীর খারাপ লাগাই রাতে খাওয়া দাওয়া শেষ করে আগেই সবাই ঘুমিয়ে গেছিলাম। সারারাত আর কেউ সজাগ পাইনি। সকালে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
আনিসুর রহমানের স্ত্রী সালমা আক্তার বলেন, মনিপুরে একটি কারখানায় কাজ করি। গতকাল দুপুরে বাড়ি থেকে কারখানায় যাওয়ার পর থেকেই আমার চোখে ঘুম ঘুম ভাব আসছিল। কারখানা থেকে বাড়ি এসে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের স্বর্ণালঙ্কার, জামা কাপড়, আমার চাকরির জমানো নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পাশের বাড়ির তিন বাড়ির টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে চোরের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তারা আরো জানান, শ্রীপুরে আইনশৃঙ্খলার অবনতি চোর ডাকাত আতঙ্কে এলাকাবাসী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিন বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।ওই তিন পরিবারের দাবি, তিন বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply