,

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আটুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

আটুলিয়া প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর শ্রমিক দলের নিজস্ব কার্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান জুলেট,যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ রনি, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য বিল্লাহ। শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জিএম রায়হান কবীর, ইমরান পারভেজ (জয়), মোঃ সাগর হোসেন, মোঃ হাসিবুল হাসান, মোঃ আরিফুল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, প্রমুখ।

যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয়ভাবে জন্মদিনে কেক কাটার আয়োজন না থাকলেও জেলার বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *