খুলনা ব্যুরোঃ খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।।নিহত যুবক দৌলতপুর এলাকার জনৈক আবদুর রশিদের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি।
শনিবার রাত ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। সে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকত।”
ওসি সানোয়ার আরও বলেন, “শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আসে— এমন সংবাদ থানায় দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply