নিজস্ব প্রতিনিধিঃখুলনা বিএল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আসিফ রহমান লিয়নকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় বিএল কলেজের গেটের সামনে মানববন্ধনের আয়োজন করেন কলেজ শিক্ষার্থীরা। এ মানববন্ধনে ছাত্রলীগের নেতৃবৃন্দও যোগ দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমার ভাইকে যারা হত্যা করছে তাদেরকে অতি দ্রুতই গ্রেফতার করতে হবে।
নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, , ছাত্রনেতা মহিদুল, মিরাজ, বাতেন শিকদার, আলামিন, ,রিফাত প্রমুখ সহ সাধারণ শিক্ষার্থীরা।
উল্লখ্য, ঝালকাঠির রাজাপুরে গত ২৭ জুন জমি ও পূর্ব শত্রুতার জেরে বিএল কলেজ শিক্ষার্থী আসিফ রহমান লিয়নকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply