লায়লা সুলতানাঃ খুলনা–মোংলা মহাসড়কে পরিবহণ বাসের ধ্বাক্কায় মোটরসাইকেল আরোহী তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় রামপাল উপজেলার রণসেন ব্রিজের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমান (২৮) নিহত হন। নিহত সালমান খুলনা জেলার ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রণসেন ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলাচলের সময় দ্রুতগতির কমপোর্ট পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধা ৬ টায়ও ঘাতক বাসটিকে সনাক্ত করা সম্ভব হয়নি বলে ফকিরহাটের কাটাখালী হাইয়ে থানার ওসি মোঃ জাফর আহমেদ নিশ্চিত করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply