সুব্রত দাশ:জিএসপিপি গাইবান্ধা জেলার দশহরা স্নান ও গঙ্গা পূজায় আগত প্রায় ১০ হাজার ভক্তদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দেওয়া হয়। গাইবান্ধা জেলার আহ্বায়ক তন্ময় দাসের সভাপতিত্বে। উদ্বোধক করেন জিএসপিপি গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা নীল কমল মহন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসপিপি প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাজীব চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসপিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সূর্যকান্ত রায় (পরিতোষ) , জিএসপিপি নীলফামারী জেলার শাখার সহ-সভাপতি গণপতি চন্দ্র রায় , জিএসপিপি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র রায়। জিএসপিপি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব অজয় কুমার রায়। জিএসপিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার দাস। জিএসপিপি রংপুর জেলা শাখার আহ্বায়ক কৃষ্ণ চৌহান সিং। আরো উপস্থিত ছিলেন জিএসপিপি গাইবান্ধা জেলার শাখার সম্মানিত কার্যকরী সদস্য সিবন চন্দ্র সরকার আনন্দ চন্দ্র সরকার নারায়ণ চন্দ্র সরকার সহ প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply