নিজস্ব প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক গৃহবধূকে তার স্বামী বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে মিরকাদিম পৌর এলাকার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় আত্মসমর্পণ করেন স্বামী সুমন মিয়া।
জানা গেছে, নিহত মিতু আক্তার মিরকাদিম পৌরসভার নৈদিঘীর পাথর এলাকার বাসিন্দা। সুমন শাহজাহান (৪৫) মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দা। প্রায় আট মাস আগে দুইজনের বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মিয়ার প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন। নিহত মিতুর আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তিনটি সন্তান রয়েছে। ৮ মাস আগে পারিবারিকভাবে সুমন ও মিতুর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস তাদের সংসার ভালোই চলছিল। পাঁচ মাস আগে সুমন মিয়ার প্রথম স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে মিতুর সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়।
আরও জানা গেছে, কিছুদিন আগে সুমন মিয়া দ্বিতীয় স্ত্রী মিতু আক্তারকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এর জের ধরে সোমবার দিবাগত রাতে সুমনের সঙ্গে মিতুর আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে মিতু আক্তারকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ভোর ৫টার দিকে থানায় এসে হাজির হন সুমন মিয়া। স্ত্রী মিতু আক্তারের দ্বারা মানসিক অশান্তির কারণে তিনি নিজ হাতে বঁটি দিয়ে হত্যার কথা স্বীকার করেন। তিনি অনুতপ্ত হয়ে থানায় আত্মসমর্পণ করেন।”
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply