,

গাইবান্ধায় ৫ লক্ষ টাকা চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা দুখু মিয়া কারাগারে

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধা জেলা শহরের যুবলীগ নেতা দুখু মিয়াকে ৫ লক্ষ টাকা চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্নী বেগমের জায়গা দখল করতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন যুবলীগ নেতা ও ভূমিদস্যু দুখু মিয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুন্নী বেগমকে জমি দখলসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী মুন্নী বেগম আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় যুবলীগের প্রভাব খাটিয়ে দুখু মিয়া বহুদিন ধরে অসহায় মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করে আসছে। এছাড়া পুরাতন বাজার এলাকায় সে লক্ষ লক্ষ টাকার সুদের কারবারও চালায়। কেউ সুদের টাকা দিতে ব্যর্থ হলে তাদের আইনের ভয় দেখিয়ে ও শারীরিকভাবে নির্যাতন করে টাকা আদায় করতো।

অভিযোগ রয়েছে, দুখু মিয়া একজন মাদকসেবী ও কুখ্যাত ভূমিদস্যু। তার নির্যাতন থেকে রেহাই পাননি পুরাতন বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীসহ অনেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *