মোঃ রাজিব হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন ভবনের পিলার ধসে দুলাল মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ঘিওর পঞ্চ রাস্তা হাইওয়ের পাশে মেসার্স জাবের অ্যান্ড সন্স ইট মহলের ভবন নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত দুলাল মিয়া পাশের পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের মরহুম আনছের আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘিওরের ব্যবসায়ী রতন মিয়া তার বিল্ডিংয়ের কাজ করার জন্য মোজাফফর নামে এক ঠিকাদারকে দায়িত্ব দেন। প্রতিদিনের মতোই সকাল থেকে চার শ্রমিক ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। হঠাৎ পাশের পিলার ধসে পড়ে মাটিচাপা পড়েন তারা।
ফায়ার সার্ভিস ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রড কেটে দুলাল মিয়াকে উদ্ধারের পর মুমূর্ষ অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply