শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে উপকুল জুড়ে সুপার সাইক্লোন যশরে আগামনী বার্তায় আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছে মানুষ। উপকুলীয় এলাকার নদী খোলপেটুয়া, কপোতাক্ষ,মালঞ্চ,চুনা,কালিন্দি,মাদার সহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আবার কোথাও কোথাও বাধে ভাঙ্গন ধরেছে। বাধ সংলগ্ন বসতিরা আতঙ্কে অন্যত্র সরে যাচ্ছে।
উপজেলা প্রশাসন ও কোষ্ট গার্ডের পক্ষ থেকে উপকুলীয় এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়েছে। কোষ্ট গার্ড কর্মকর্তা ও জোয়ানরা উপকুলীয় এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে আতঙ্কগ্রস্থ মানুষকে বিভিন্ন আশ্রায় কেন্দ্রে স্থানান্তর করছে। ত্রান সামগ্রী বোঝাই কোষ্ট গার্ডের লঞ্চ, কার্গো, ট্রলার এলাকায় টহল অব্যহত রয়েছে।
কোষ্ট গার্ডের কৈখালীর ক্যাম্প কমান্ডার লেঃ আতাহার আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম যেমন ডাভিং টিম, সাস এন্ড রেস কিউ টিম, ইমাজেন্সী সেকশন ফাস্ট এইড টিম সহ কোষ্ট গার্ডের সকল বোট ও জাহাজ সমূহ সাইক্লোন যশ পরবর্তী উদ্ধার কার্য পরিচালনা করার লক্ষ্যে গ্রস্তুত দেখা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে সকল বাধে পাইপ বসানো রয়েছে সে সব স্থান গুলোতে ভাঙ্গন ধরেছে। যেকোন জোয়ারে ভেঙ্গে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার আশংঙ্কা দেখা যাচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেরা নির্বাহী অফিসার বিভিন্ন ঝুকি পূর্ণ স্থান পরিদর্শন করে আতঙ্কগ্রস্থ সকল মানুষকে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাউবোর সেকশনাল অফিসার মাসুদ রানা জানান, ঝুকিপূর্ণ এলাকাগুলো স্থানীয়দের সহযোগিতায় মেরামতের কাজ অব্যহত রয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply