মুহাম্মদ এমরান,বান্দরবানঃ
লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের সম্মানিত আইসি চৌকস অফিসার, এসআই জামিল আহমেদ এর নেতৃত্বে ঘাতক মেহেদী হাসানকে ঘটনার ৮ঘন্টার মাথায় লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া থেকে রাত সাড়ে আটটার দিকে আটক করা হয়।
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরাকাঘাত করেছে বখাটে স্বামী মেহেদী। ঘটনাস্থলে নিহত হন স্ত্রী। মুমূর্ষু অবস্থায় শ্বশুড়ি,নিহত মেয়ে এবং গুরুতর আহত হওয়া মা চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের মেয়ে এবং স্ত্রী।
শুক্রবার (১৭ জানুয়ারী)দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে খুনি মেহেদী হাসান (২২) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে।
ঘটনার পরপরই নিহত উম্মে হাফসা আর ঘাতক মেহেদীর একটি কাপল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় উক্ত ছবি দেখে ঘাতক মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি চৌকস অফিসার জামিল আহমেদ।
আটককৃত আসামিকে লামা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply