,

চন্দনাইশ বরকলে অষ্টপ্রহর ব্যাপী সার্বজনীন মহতী ধর্মসভা ও মহোৎসব

মোহাম্মদ ওমর ফারুকঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়নের ৯ নং ওয়াড এলাকায় শুচিয়া আর্দশ ক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন‍্যায় এই বছরও অষ্টপ্রহর ব্যাপী ৪২ তম সার্বজনীন মহতী ধর্ম সভা ও তারকব্রক্ষ মহানামাযজ্ঞের(মহোৎসব)আয়োজন করা হয়।
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) শ্রী কৃষ্ণ ও শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দির মাঠ প্রঙ্গণে এই মহতী ধর্ম সভা অনুষ্ঠিত হয় শুচিয়া আর্দশ ক্লাবের উদ্যোগে সার্বজনীন সনাতনী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু
দিলিপ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও শ্রী শ‍্যামল ভট্টাচার্য্য’র সঞ্চালনায় মহতী ধর্মসভায়
উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী অজপানন্দ ব্রম্মচারী মহারাজ প্রদান অতিথি ছিলেন শ্রীযুক্ত বাবু সন্তোষ কুমার দে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জনাব আবু আহমেদ চৌধুরী (জুনু) উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু বিষ্ণু যশা চক্রবর্তী, পূজা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, উপজেলা বাগীশিক পরিষদের সাধারণ সম্পাদক বাবু দেবাশীষ ধর, প্রধান বক্তা ছিলেন উপজেলা জম্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুপক কান্তি ঘোষ, বরকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু দিলিপ ভট্টাচার্য্য, বাবু অজিত ব‍্যানার্জী, বাবলা দেব, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কপিল, সাংবাদিক ওমর ফারুক,
বরমা ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দেব, প্রমুখ।বক্তারা বলেন শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীূতন। ইহাই সনাতন ধর্মের সারবস্তু। তাই দ্বিধা-দ্ধন্ধ, সংশয়- সংঘাত ভুলে ধর্মীয়। উক্ত মহতী ধর্ম সভা ও তারকব্রক্ষ মহানাযজ্ঞ উৎসবে চন্দনাইশের বিভিন্ন এলাকার অসংখ্য সনাতনী ধর্মাবলী ও বক্তরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *