,

চম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র ববদ্যাপীঠে ভুয়া ভোটার তালিকা দিয়ে নির্বাচনের তফসিলঃ জনমনে ক্ষোভ

এম হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জ চম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠে ভুয়া ভোটার তালিকা দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সম্পুর্ন বিধি বহির্ভূতভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করায় এলাকায় তথা অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিষয়টি কৃষি কর্মকর্তা আমলে না নিয়ে একটি পক্ষের জোগসাজসে আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করবেন বলে মরিয়া হয়ে উঠেছে। সরেজমিন ও অভিযোগ সুত্রে জানা গেছে, চম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক আব্দুল হাকিমের তঞ্চকতায় নিয়মিত কমিটি গঠন করা হয়নি। এরফলে সরকারি নীতিমালা বহির্ভূত কর্মকান্ড দেখা দেওয়ায় তড়িঘড়ি করে রেজিষ্টারে নাম মাত্র দিন তারিখ বসিয়ে রেজুলেশন করা হয়েছে। এদিকে ভোটার তালিকা হালনাগাদের কথা থাকলেও পূর্বের ভোটার তালিকায় স্বাক্ষর করে জমা দেওয়া হয়েছে। যার মধ‍্যে ৬৪৩/৬৪৫ নং অভিভাবক শাহাদাত হোসেনসহ একাধিক ব্যক্তি দুবার ভোটার হয়েছে। ৬৬৩/৬৭৪ হাফিজুল ইসলাম, ২০০/২৩৩ আজিজুর রহমান, ৬৪২/৬১৯ আজহারুল সরদার, ১৮/১৯ সন্দীপ বিশ্বাস, ৫৭৯ নং চুড়ান্ত ভোটার তালিকায় এদের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া আজগর গাইন প্রার্থী হওয়ায় ষড়যন্ত্রমূলক ভাবে প্রধান শিক্ষক তাকে ভিন্ন ইউনিয়নে ঠিকানা দেখিয়েছেন। ২৯৬ নং অভিভাবক আবু সাঈদ মোল‍্যা মৃত্যুবরণ করায় তাকে ও তার স্ত্রী জলি পারভীনকে ভোটার করা হয়েছে। সবমিলিয়ে অবৈধ‍্য ভোটার তালিকা বাতিল পূবক অবিলম্বে নতুন তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন অভিভাবক সুধী সমাজ ও এলাকার সর্বস্তরের মানুষ। এব‍্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুসরা’র সাথে কথা হলে তিনি বলেন, সরকারি নিয়ম বহিরভূত কোন কর্মকাণ্ড দেখা দিলে ঘোষিত তফসিল বাতিল করা হবে। প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন, ভোটার তালিকা হালনাগাদে কোন অনিয়ম দেখা দিলে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *