,

চাঁদা নিতে গিয়ে ফেঁসে গেলেন ‘ভুয়া’-ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় তিন প্রতারককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের ‘সোনার বাংলা’ বেকারিতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের আমিরুল ইসলাম (৪২), তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন, গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামের জয় সরদার (৩০), তিনি পুলিশ পরিচয়দানকারী এবং ঢাকা উত্তরার বাসিন্দা ফারুক হোসেন (৪৫), যিনি সাংবাদিক সেজে প্রতারণা করছিলেন।

স্থানীয় লোকজন জানান, বেকারিতে ঢুকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা আদায় করেন তারা। এরপর আরও টাকা দাবি করলে সন্দেহ হয় তাদের। তাৎক্ষণিকভাবে কয়েকজন মিলে তাদের আটক করে পুলিশে খবর দেন।

প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, তারা প্রথমে ৩ হাজার টাকা নেন। এরপর আরও টাকা দাবি করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। তিন প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এই চক্রটি আগেও শ্যামনগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *