,

চাম্পাফুল ইউনিয়নে প্রায় ৩০০ বিঘার মৎস্য ঘের প্লাবিত, নদীর চরে জনবসতীর চরম দুর্ভোগ

আমিনুর রহমান,নিজস্ব প্রতিনিধি:: চাম্পাফুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মশরকাটি গ্রামের আনুমানিক ৩০০ বিঘার মৎস্য ঘের প্লাবিত। নদীর চরে বসবাসকারী জনগণের ভোগান্তির সীমা নেই। চাম্পাফুল ইউনিয়নের নবযাত্রা প্রকল্পের ফিল্ড কর্মী আমিনুরের পাঠানো ছবি ও তথ্য থেকে জানা যায়, ২৬ মে সকাল থেকে ঘূর্ণঝড় ইয়াসের প্রভাবে এবং একই সাথে পূর্ণিমা তিথীর ভরাকটালের কারণে নদীর পানি অসাভাবিক বৃদ্ধি অতিবৃষ্টির ফলে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের প্রায় ৩০০ বিঘার মত মৎস্য ঘের প্লাবিত হয়েছে বলে জানা যায়। উক্ত ঘের মালিকদের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩ কোটি টাকা। মশরকাটি গ্রামের যে পরিবার গুলো নদীর চরে বসবাস করে তাদের ঘরবাড়িতে পানি উঠেছে। ঐ পরিবার গুলোর শিশু, বয়ঃবৃদ্ধ, গর্ভবতী নারীদের অবস্থা দুর্বিসহ। এছাড়া গবাদী পশু, হাসমুরগীর নিরাপত্তা নেই। তাদের সুপেয় পানির প্রচণ্ড অভাব। ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মশরকাটির যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন কষ্ট। এ জন্য এই প্রতিনিধির মাধ্যমে এলাকাবাসী দ্রুত সাহায্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *