,

চারঘাটে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ক প্রশিক্ষণ

মৌসুমী দাস,চারঘাট প্রতিনিধিঃরাজশাহীর চারঘাটে “Voices for Change Project এর সহযোগিতায় নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এর আয়োজনে ও সমতা নারী কল্যাণ সংস্থা, রাজশাহী বাস্তবায়ন সহযোগিতা, আর্থিক সহযোগিতায় এসডিসি এবং কানাডা ও জিএফ এর কারিগরি সহায়তায় থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, Voices for Change এর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা শিরিন আক্তার, SNKS এর একাউন্টটেন্ড আব্দুল ওয়াহাব, চারঘাট চেতনা সমাজ উন্নয়ন সংস্কার পরিচালক বাবলু সরকার, অর্পণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, সূর্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আলী, দারিদ্র কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান, হলিদাগাছী মহিলা সমিতি নারীনেত্রী শাপলা বেগম, পদ্মা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নারীনেত্রীর সহ-সভাপতি রেহেনা খাতুন, নারীনেত্রীর নুরিয়া খাতুন, ফতেপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইয়াদ আলী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ উপজেলার ৬টি ইউনিয়নের নারী ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নারীনেত্রী গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *