,

চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মৌসুমী দাস,চারঘাট প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গৌরশহরপুর কালী মন্দির ঘোষের আম বাগান সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। রবিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুর ৩ টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন, এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল নীল-টি শার্ট ও কালো প্যান্ট।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উর্ধ্বতন কর্মকতার নির্দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *