স্টাফ রিপোর্টার : বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস এক আতংকের নাম। দীর্ঘ সময় ধরে এ মহামারি থাকায় জনজীবন বিষন্ন হয়ে উঠেছে। এর ব্যাতিক্রম নয় বাংলাদেশও। গত তিন মাস যাবৎ সাধারন ছুটি ঘোষনা করে সরকার। করা হয় দেশের বিভিন্ন জেলা লকডাউন। অসহায় হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলো। অসহায় মানুষের পাশে থাকার জন্য বিত্তবানদের আহবান জানান বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন জেলার অহসায় নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী দম্পতি। ইতিমধ্যে চার হাজার পরিবারকে চাল, ডাল খাদ্যদ্রব্য সহ নগদ অর্থ উপহার দিয়েছেন কাঁচপুরী দম্পতি । শুধু তাই নয় প্রিয়ম গ্রুপ, প্রিয়ম নিবাস, কেএমএস এর সকল প্রতিষ্ঠানের ভাড়া করা হয়েছে মওকুফ। পাশাপশি সকল স্টাফদের তিনমাসের বেতন, বোনাস ও আরো একমাসের খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম, ফেনী, ডেমরা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত হয়েছে হাবিবুল্লাহ কাঁচপুরী পরিবার। প্রিয়ম গ্রুপের কয়েকজন স্টাফদের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাস চলাকালীন অবস্থায় প্রিয়ম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুলল্লাহ কাঁচপুরী তিন মাসের বেতন, বোনাস দিয়েছেন এবং আসন্ন ঈদ উপলক্ষে আরো একমাসের খাদ্যদ্রব্য উপহার দিয়েছেন। হাবিবুল্লাহ কাঁচপুরী স্যারের পরিবারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এদিকে প্রিয়ম নিবাসের কয়েকজন ভাড়াটিয়া জানান, দীর্ঘদিন করোনা ভাইরাসের কারনে আয় উপার্জন বন্ধ হয়ে যায়। এত করে দিশেহারা হয়ে যাই। আমাদের বাড়ীর মালিক আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী সকল ভাড়া মওকুফ করে দিয়েছেন এবং বাসায় একমাসের জন্য খাবার পাঠিয়েছেন। কাঁচপুরী পরিবারে এমন মহৎ কাজ আসলেই বিরল। মধ্যবিত্ত হওয়ায় কারো কাছে সাহায্য চাইতে পারছিলাম না। এত কষ্টের সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে এসেছেন কাঁচপুরী পরিবার। হয়তবা কোনো একদিন করোনা থাকবেনা কিন্তু কাঁচপুরী পরিবারের মহৎ উদ্যোগ কখনো ভুলবো না। ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরীর সহধর্মিনী শাহিদা সুলতানা কাঁচপুরী ও তাদের সুযোগ্য একমাত্র সন্তান প্রিয়ম কাঁচপুরীর উদ্যোগে দুই হাজার পরিবারকে নগদ অর্থ ও খাদ্য উপহার দিয়েছেন। আর হাবিবুল্লাহ কাঁপুরীর উদ্যোগে দুই হাজার অহসায় নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সহযোগীতা করেন। রাতের আধারে এসব উপহার পাঠান কাঁচপুরী দম্পতি। বাংলাদেশ ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাচঁপুরী বলেন, যতটুকু সম্ভব অসহায় নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান সৃষ্টিকর্তা যতদিন আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখবে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply