পাবনা প্রতিনিধিঃপাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে ভাস্তি জামাই হাবুল সরদার (৩০) খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবুল সরদার দাসপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাসপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে হাবুলের শাশুরির ছাগল চাচা শ্বশুর সিরাজের কলা গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় হাবুল শাশুরির পক্ষ নিয়ে চাচা শ্বশুর সিরাজের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে চাচা শ্বশুর সিরাজ হাবুলকে ছুরিকাঘাত করেন। হাবুলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ‘এলাকায় আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুনের ঘটনায় কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’
Design & Developed BY- zahidit.com
Leave a Reply