মোহাম্মদ রাশেদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃবহুল প্রতিক্ষার পর অবশেষে যশোর বাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে যশোর কালেক্টরেট ভবন প্রাঙ্গনের দৃষ্টি নন্দন উদ্যানটি। (২৯ জানুয়ারি) সোমবার জন সাধারণনের জন্য উদ্যানটি উন্মুক্ত করা হয়।
প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থী দের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত বিধি-নিষেধ অনুসরণ সাপেক্ষে পার্কের বর্ণিল শোভা উপভোগ করতে পারবেন যশোরের প্রকৃতি প্রেমি ও সৌন্দর্য পিয়াসী মনা জনগণ। নানা রঙের ফুলের এই মেলায় নিজেদের মনকে জানাতে পারবে স্বাগতম।
পার্কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের যেসব বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে।
* কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান রত অবস্থায় পার্কে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
* পার্ক, পুকুর এবং কালেক্টরেট ভবন প্রাঙ্গনে যত্রতত্র ময়লা-আবর্জনা, খাদ্য দ্রব্যের প্যাকেট, ব্যবহৃত টিস্যু, প্লাস্টিকের বোতল, বাদামের খোসা ইত্যাদি ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
* পার্কের ফুল ছেঁড়া বা ফুলগাছ নষ্ট করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। এছাড়া পার্কের ভেতর অশোভন ও অসামাজিক কার্যকলাপ, উচ্চস্বরে গান বাজানো বা অসহনীয় কোলাহল সৃষ্টি করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন পার্কটির কতৃপক্ষ।
* পার্কের নিরাপত্তা ও সার্বিক রক্ষণা বেক্ষণের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পূর্ণ সহ যোগিতার অনুরোধ জানিয়েছেন কতৃপক্ষ।
ঐতিহ্য ও নান্দনিকতার ধারাবাহিকতা রক্ষায় যশোর বাসীর আন্তরিক সহযোগিতার প্রত্যাশা কামনা করেন জেলা প্রশাসন, যশোর।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply