জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মুন্সিগঞ্জে ব্যতিক্রমী ‘ক্লাইমেট ক্যাম্পেইন প্রোগ্রাম’
মোঃ আল আমিন গাজী শ্যামনগর প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যার কারণে উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এসব ঝুঁকি প্রশমনে স্যানিটেশন ব্যবস্থা জোরদার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ক্লাইমেট ক্যাম্পেইন প্রোগ্রাম’।
আন্তর্জাতিক দাতা সংস্থা উর্ড অ্যান্ড ডাড (Woord and Daad)-এর আর্থিক সহায়তায় এবং সিসিডিবি ও ফ্রেন্ডশিপ সংস্থার যৌথ উদ্যোগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিটি মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেন্ট্রাল কালিনগর গ্রাম এবং ৪ নং ওয়ার্ডের পূর্ব কালিনগর গ্রামের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে পরিচালিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের ওপর যে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
এই ক্যাম্পেইনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং ও ৪ নং ওয়ার্ডের মোট ১০০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ও জলবায়ু সহনশীল আচরণ নিয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ উপকূলীয় অঞ্চলের নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন ও সক্ষম করে তুলবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply