,

জাতির দূর্যোগকালে প্রশংসনীয় পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার : সাবেক এমপি রহিম উল্যাহ

বিশেষ সংবাদদাতা : প্রাকৃতিক দূর্যোগকালীন সময় হোক কিংবা দেশের অভ্যন্তরীন অথবা বহির্গত সমস্যা হোক সর্বক্ষেত্রেই নিজের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আর বিচক্ষণ নির্দেশনার মাধ্যমে সবসময় সফল হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা। করোনা কালেও তাঁর ব্যাতিক্রম হয়নি। মাননীয় সংসদের সর্বোচ্চ আসনে বসেও সমাজের একেবারে নিম্নস্তরের মানুষটিও তাঁর নজর এড়ায়নি। বৈশি^ক মহামারি করোনা সম্পর্কে বলতে গিয়ে শুরুটা এভাবেই করেন ফেনী-০৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা তাঁর বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠে। তিনি গ্লোবাল টিভিকে বলেন, বলিষ্ঠ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে কিছুদিনের মধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বদৌলতে বাংলাদেশের প্রতিটি অর্জনের কারনে আমরা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সহ পুরো পৃথিবী আজ সংকটময় পর্যায়ে। কিন্তু এমতাবস্থায়ও মাননীয় প্রধানমন্ত্রী হাল ছাড়েননি। করোনা সনাক্তের প্রাথমিক পর্যায়েই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। যার ফলে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো চমর ভাবে বিস্তার লাভ করেনি। করোনা বিস্তার ঠেকাতে কয়েক ধাপে লকডাউন দেওয়াতে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের দ্বারপ্রান্তে খাদ্যদ্রব্য এবং সহায়তা পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা অর্থাৎ চিকিৎসক, দায়িত্বরত পুলিশের জন্য ঘোষনা হয়েছে প্রণোদনার প্যাকেজ। এর আওতায় রয়েছেন ব্যবসায়ীরাও। করেছেন রেশন কার্ডের ব্যবস্থাও। ফেনী-০৩ সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ বলেন, করোনা কালে জাতির উদ্দেশ্যে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ভাষনে বাঙ্গালী জাতির মনোবল কয়েকগুণ বেড়ে যায়। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অত্যন্ত সাবলীল ভাবে সকল বিত্তবানদেরকে অসহায়দের পাশে থাকার আহবান জানান। একান্ত আলাপকালে সাবেক এ সাংসদ বলেন, করোনা বৈশ্বিক মহামারী। সরকারের একার পক্ষে কাটিয়ে উঠা অসম্ভব। তাই সকল বিত্তবানদের উচিৎ মানবিক ভাবে এগিয়ে আসা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন তেমন সকলে যদি নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করি তবে আমরা জয় করতে পারবো এ অদৃশ্য শত্রুকে। পরিশেষে তিনি সকলকে নিয়ম মেনে ঘরে থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *