,

জাতীয় পরিসংখ্যা দিবসের আলোচনা সভায় এডিসি -জেনারেল

দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ <ষদিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ আনিচুর রহমান বলেছেন, বিবিএস এর নেতৃত্বে দেশে একটি সমন্বিত পেশাদার ও দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তথ্য উপাত্ত ব্যবহারকারীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ, সময়ানুগ ও নির্ভুল পরিসংখ্যান প্রস্তুত করার মধ্য দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের মিশন-ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন-স্মার্ট বাংলাদেশ গঠন”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিসংখ্যান কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসক দিনাজপুরের সহযোগিতায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারায় তথ্য উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে ও প্রতিষ্ঠিত বিবিএস স্বাধীনতা উত্তরকাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে আসছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষনের জন্য বিবিএস নিয়মিতভাবে জনমিতি, জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান আইসিটি ব্যবহার পরিসংখ্যানসহ সকল পরিসংখ্যান করে দেশের উন্নয়নকে গতিশীল করা হচ্ছে। সভায় সম্মানীত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *