,

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

এম আব্দুর রহমান বাবু,বিশেষ প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযথ মর্য‍্যাদায়
৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গত ইং ২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।এসময় ১৫ আগষ্ট ১৯৭৫ সালে কালরাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের স্মরনে উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে ১ মিনিট নিরবতা পালন করেন। এ সময় ১৫ আগষ্টের শোক দিবসের প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মুজিবর রহমান,শেখ মাহবুবুল হক,বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স, ম, আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওলিউর রহমান, সহ দপ্তর সম্পাদক শাহানুর আলম শাহীন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম (লাভলু), স্বেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রফিক, মহিলা আওয়ামীলীগের নেত্রী সুফিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সাধারন সম্পাদক গন ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনার সাথে সঙ্গতি অনুযায়ী ১৫ ই আগস্ট সূর্য উদয় ক্ষণে সংগঠনের উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,
বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শোক র‌্যালি , আলোকচিত্র প্রদর্শনী অসহায়-দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ সহ মাসব্যাপী শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত করা হয়।
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা,
৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা,
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালনসহ ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ জানানো উক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্বান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *