,

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম,কামরুজ্জামানঃজাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৬ মে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে স্বেচ্ছাসেবক পার্টি। সকালে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০,৩০ মিনিটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি’র পক্ষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান টিটু এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা কাকরাইলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ এর পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য,জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর প্রচার সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান। ১১.৩০ মিনিটে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি মনিরুজ্জামান টিটু সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *