,

জানাযা শেষে দাফন, চিরনিদ্রায় আলী বক্স গাইন

মোঃ আলাউদ্দীন,কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধিঃমৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আলী বক্স গাইন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিটির সদস্য ছিলেন।
গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুম আলী বক্স গাইন কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত মানদার আলী গাইনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সর্বদা হাস্যোজ্জ্বল মুখ, অমায়িক আচরণ ও পরোপকারী মনোভাবের জন্য এলাকাবাসীর কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা ছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
জানাজা নামাজে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা ইন্তাজ আলী।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *