,

জামায়াতের পথসভায় সংগীত পরিবেশন করায় এএসআই বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃজামায়াতের পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে সহকারী উপপরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) যশোর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন যশোর পুলিশ লাইনসে কর্মরত ও সাতক্ষীরা পুলিশ লাইনে পূর্বে কর্মরত সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ। বিষয়টি আরআই যশোর পুলিশ লাইনসের মাধ্যমে জানা যায়।

খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও যশোর পুলিশ সুপারকে। যা পুলিশের পেশাদারি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা করেন।

ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। তিনি জামায়াতের পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *