,

জামায়াতের মিছিলে হামলা, ২ ছাত্রলীগ কর্মী আটক

ডেস্ক রিপোর্টঃজামায়াতে ইসলামীর উদ্যোগে কমলনগরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। হামলায় জামায়াত নেতা আইয়ুব আলীসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

চরফলকন ইউনিয়ন জামায়াত নেতা ইউনুছ হাওলাদার জানান, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য চলছিল। হঠাৎ ছাত্রলীগ কর্মী মো. ওমর ও আইমনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল জামায়াতের সমাবেশে এসে রাজাকার রাজাকার বলে গালাগাল শুরু করে। তাদের গালাগাল শুনে জামায়াতের লোকজন কারণ জানতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় তাদের হামলায় হাজিরহাট বাজার শাখা জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব আলী, জামায়াতকর্মী মো. হারুন, বাবুল ও মোহনসহ চারজন আহত হন। আহত চারজনের মধ্যে আইয়ুব আলী ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের বলেন, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে আমরা মিছিল শেষ করে বক্তব্য রাখছিলাম। হঠাৎ ছাত্রলীগ কর্মী ওমর ও আইমনের নেতৃত্ব ২০-২৫ জন এসে জামায়াতে ইসলামীকে রাজাকার বলে অশ্লীল গালাগাল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুলিশের সহায়তা নিয়েছি। আমাদের চারজন কর্মী আহত হয়েছেন।

কমলনগর থানার ওসি (তদন্ত) কামরুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর মিছিলে এরা দুইজন গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *