,

জাহাজে শ্রমিক হত্যা : জড়িতদের গ্রেপ্তার না করলে কর্মবিরতির হুঁশিয়ারি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝিরচর এলাকায় সারবোঝাই মেসার্স বৃষ্টি এন্টার প্রাইজের এমভি আল বাখারা জাহাজে সাতজন শ্রমিক নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন, মোংলা শাখা সহ বিভিন্ন সংগঠন। আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এর মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় শ্রমিকদের নির্মমভাবে হত্যা প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন, মোংলা শাখা, ভারত বাংলাদেশ নৌ প্রটোকল শাখা ও লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন মোংলা শাখা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মোংলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শ্রমিকদের হত্যা করেছে তাদের আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার না করলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, মোংলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, মোংলা শাখার সহ সভাপতি মনিরুজ্জামান মন্জু মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলাউদ্দিন ড্রাইভার, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান ড্রাইভার, মোংলা লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি লিটন মাষ্টার, ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলের সদস্য নুর নবী ড্রাইভার, আবু সাইদ মাষ্টার, ডেল্টা এলপিজি-১ এর ইয়াছিন মাষ্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *