,

জুলাই আন্দোলনে নিজেকে কখানোই মাস্টারমাইন্ড ভাবিনা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে নিজেকে কখানোই মাস্টারমাইন্ড ভাবিনা। জুলাই আন্দোলনে শুধু নেতাকর্মীরাই মাঠে ছিলো না। আমরা দেখেছি সেইদিন মাদ্রাসার ছাত্র, গৃহিনীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে।

নিজস্ব প্রতিনিধিঃ
কৃষক, শ্রমিক, সিএনজিচালক, ছোট দোকান কর্মচারী, দোকান মালিক, গার্মেন্টস কর্মী, সামরিক বাহিনীর অবসরপ্রপ্ত কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে এসেছেন। অনেক সংবাদিক স্বৈরাচারী সরকারের অত্যাচারে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন, তারাও সম্পৃক্ত হয়েছিলেন জুলাই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকেই আমরা ছোট করে দেখতে চাই। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ।

সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচনের সঙ্গে রাজনীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, যেখানে জনগণের একটি প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো। একজন রাজনীতির কর্মী হিসাবে অবশ্যই দ্রতই ফিরবো।

নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনিছে, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *