মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:ভারতের একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে বিশ্ব নবী হজরত মুহম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা.) এর বিয়ে নিয়ে টুইটারে সম্প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন উত্তর প্রদেশের কানপুর বিজেপি’র নেত্রী নুপুর শর্মা। তাকে সমর্থন দিয়েছেন দিল্লির বিজেপি’র মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল।এ নিয়ে ভারত পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) উক্ত মন্তব্যের জোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীরা।এদিন বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করেছে। মিছিল নিয়ে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এসে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সবাবেশ করেছে শিক্ষার্থীরা।
রাসূলকে নিয়ে কটূক্তি করায় ভারতের রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লির নবীন কুমার জিন্দালের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি সরকারি কলেজ শাখার সভাপতি আশিকুর রহমান শাওন, সহ সভাপতি টিটু খান, সাধারন সম্পাদক মো. কাউসার হোসেন, যুবলীগ নেতা মো. তুষার হাওলাদার, জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক রেজওয়ান ইবনে জাকির (জিসান) সহ অনেকে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করছে। উগ্রবাদী বিজেপি নেতাদের মহানবী সা. ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে।আমরা এর এর তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানাই|
সমাবেশে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার বলেন, ‘নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে সুষ্ঠ বিচার করতে হবে।এজন্য মোদী সরকারের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে মিছিল নিয়ে আবারো শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজ ক্যাম্পাসে যায় শিক্ষার্থীরা।সেখানে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply