শান্তনু রায়,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচীর শুভ সূচনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
পরে শরিয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়াা উপজেলা পরিষদ ও প্রশাসন, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এদিনে গোপালগঞ্জে শেখ কালাম ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৬টায় বিজয় দিবসের সুচনালগ্নে ৫০বার তোপধ্বনি এবং স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। সকাল ৮টায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সংশ্লিষ্ঠ সংগঠন কতৃক কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা প্রসাশন পক্ষ থেকে শিশুদের চিত্রাঅঙ্কন, সাহিত্য ও সাংস্কিতিক প্রতিযোগীতা এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্ররিত পত্র প্রতিযোগীতা আয়োজন করে। এছাড়াও গোপালগঞ্জ সরকারী ভবন ও সেরকারী প্রতিষ্ঠার সমুহে আলোকবিন্যাস এবং সাজসজ্জা করা হয়েছে। এদিন জেলখানা, সরকারী হাতপাতাল, বৃদ্ধাআশ্রম, সরকারী শিশু সদন ও এটিমখানা সহ অন্যান্য উন্নতমানের খাবারের ব্যাবন্থা করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply