মোঃ ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় পিকআপ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতেরা সকলেই মোটরসাইকেল আরোহী। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে দুইটার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো.বেলাল (৩০), বাজারপাড়ার বাসিন্দার মিনহাজ (১৮) ও নাছির চেয়ারম্যান পাড়ার বাসিন্দার মো. সৈয়দ আমিন (৪৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ কক্সবাজার ল-১১২৩৮৮ নাম্বারের ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালককে পলাতক রয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply