সাইফুল্যাহ মো: খালিদ রাসেল : যানজট নিরসন করে সড়কের শৃঙ্খলা বজায়সহ যাত্রী সাধারনের ভোগান্তি নিরসনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ। প্রতিটি জেলার মত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডের ট্রাফিক পুলিশরাও এর ব্যাতিক্রম নয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মত একটি গুরুত্বপূর্ন এবং ব্যস্ত সড়কের শৃঙ্খলা বজায় রাখা মোটেও সহজ ব্যাপার নয়। কিন্তু যাত্রী সাধারনের স্বস্তির ভ্রমন নিশ্চিত করতে এই কঠিন কাজটিও দিনের পর দিন সহজ ভাবে করে যাচ্ছে চিটাগাংরোডের ট্রাফিক পুলিশ। আর এই গুরুদায়িত্বটির নেতৃত্ব দান করছেন টিআই তসলিম মোল্যা। তাঁর নেতৃত্বে চিটাগাংরোড ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালনে সফল ভূমিকা রাখছেন। শুধু তাই নয় টিআই তসলিমের নিয়ন্ত্রনে থাকা সকল ট্রাফিক পুলিশ নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় সড়কের যানজট নিরসনে সদা তৎপর। এমনকি ট্রাফিক আইন যেন যথাযথ ভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়েও কঠোর নজরদারির ব্যবস্থা করেছেন টিআই তসলিম মোল্যা। তাই ট্রাফিক আইন অমান্যকারীদের প্রতি কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথাও বলেন তিনি। এছাড়াও ট্রাফিক আইনের প্রতি সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে তসলিম মোল্যা। এব্যাপারে চালক-হেলপারদের নিয়ে সচেতন মূলক কর্মশালা ও প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন তিনি। ট্রাফিক পুলিশের এমন একটি গুরুত্বপূর্ন পদে থেকেও তিনি সাধারন ট্রাফিক পুলিশের মত সড়কে অবস্থান করে যানজট মুক্ত সড়ক গঠনে কাজ করে যাচ্ছেন। তার নিয়মতান্ত্রিক নেতৃত্বে এবং বাকি ট্রাফিক পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৃশ্যমান যানজটের চিত্র অনেকটাই বিলীনের পথে। নিজেদের হাড়ভাঙ্গা পরিশ্রমকে তোয়াক্কা না করে সাধারন যাত্রীদের স্বস্তির কথা ভেবে হাসি মুখে দায়িত্ব পালন করে যাচ্ছেন টিআই তসলিম এবং তার নেতৃত্বাধীন ট্রাফিক পুলিশ সদস্যরা। সাধারন যাত্রীদের বক্তব্যে জানা যায়, একসময় যানজটের সড়ক হিসেবে পরিচিত ঢাকা-চট্রগ্রাম মহসড়ক ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে পাচ্ছে। চিটাগাংরোড ট্রাফিক পুলিশের এরুপ কর্মকান্ড অব্যাহত থাকলে একসময় যানজট মুক্ত সড়ক হিসেবে পরিচিতি পাবে ঢাকা-চট্রগ্রাম মহসড়ক। এ ব্যাপারে চিটাগাংরোড পুলিশবক্সের টিআই তসলিম মোল্যা বলেন, সুনাম অর্জনের জন্য নয়, নিজের দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছি। সাধারন যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌছানোর জন্য আমার ট্রাফিক পুলিশ সদস্যরা সদা তৎপর। দায়িত্ব পালনে আমি সবসময় আপোষহীন। অবৈধ ভাবে গাড়ি পার্কিংসহ ট্রাফিক আইন অমান্যকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সকলে ট্রাফিক আইন মেনে চলুন, আমরা নিরাপদ সড়ক উপহার দিবো।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply