,

ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় যানজট মুক্ত চিটাগাংরোড

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোড যানজট মুক্ত রাখতে ঈদ আনন্দকে মাটি করে নিঃস্বার্থ ভাবে দায়িত্বরত ছিলেন চিটাগাংরোড ট্রাফিক পুলিশ সদস্যরা। সাধারন ঘর মুখো মানুষের যাতে কোন ধরনের দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য চিটাগাংরোড ট্রাফিক পুলিশ সবসময় ছিলেন তৎপর। এখনো পর্যন্ত ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য মহাসড়কে ঝড় বৃষ্টি রোদ ধূলো-বালির মধ্যে নির্ভীক ভাবে কাজ করে যাচ্ছেন। চিটাগাংরোড ট্রাফিক পুলিশবক্সের টিআই তসলিম মোল্যা যোগদান করার পর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট অনেক কমে গেছে বলে জানান জনসাধারন। টিআই তসলিমের যানজট মুক্ত রাখতে বিভিন্ন কৌশল অবলম্ভন করার কারনে তেমন একটা যানজটের চিত্র চিটাগাংরোডে দেখা যায় না। টিআই তসলিমকে পাশাপাশি সর্বক্ষনিক সহযোগীতা করে যাচ্ছে তার সহকর্মী টিআই শরিফুল ইসলাম ও টিআই জিয়া। টিআই তসলিম বলেন, আমি সবসময় সাধারন মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের যাতে মহাসড়কে চলাচলের সময় কোন ধরনের যানজটের কারনে দুর্ভোগ পোহাতে না হয় সেদিকে সবসময় আমরা তৎপর। আমার ট্রাফিক পুলিশ সদস্যরা সাধারন মানুষের সেবা প্রদান করে যাচ্ছে এবং প্রতিনিয়ত মহাসড়ক যানজট মুক্ত রাখতে কোন ধরনের যানবাহন রাস্তার পাশে অবৈধ ভাবে পার্কিং করতে দিচ্ছে না। তসলিম আরো বলেন, আমাদের সবার প্রিয় নারায়নগঞ্জ পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আজকে নারায়নগঞ্জ পুলিশ সদস্যরা সুনামের সাথে কাজ করে যাচ্ছে। নারায়নগঞ্জ পুলিশ সুপার স্যারের সফলতা, সুস্থতা এবং দীর্ঘায়ু করেন টিআই তসলিম মোল্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *