,

ডাঃ রুহুর হক এমপি কালিগঞ্জে ২দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন

শাহাদাত হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ রবিবার (১২ ই ডিসেম্বর)বেলা ১২টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) এর বাস্তবায়ন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সুকুমার দাস বাচ্চাুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ককেটে,বেলুন,ফ্যাস্টুন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব ডাঃ আ, ফ, ম রুহুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরীম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, বিসিএস আইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর সানজিদা মুস্তাকী, বিসিএসআইআর এর প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার বণিক, বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোহাম্মদ সাকিরুল ইসলাম, মোতালেব হোসেন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *