,

ডিআরআরএ এর আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতামূলক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জি এম নূরুন্নবী হাসানঃ আজ ৫ই ডিসেম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন মাঠে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে ও সিবিএম এর অর্থায়নে প্রতিবন্ধীতা ও একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক পটগান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভবতোষ কুমার মন্ডল ,চেয়ারম্যান, ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম , সচিব,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ,মোঃআব্দুর রউফ,ইউপি সদস্য,৪ নং ওয়ার্ড,বাবু স্বপন মন্ডল ,ইউপি সদস্য,৫নং ওয়ার্ড,সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সায়েলাতুল হক, প্রকল্প সমন্বয়কারী,সিসিডিআইডিআরএম প্রকল্প। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী কলাকুশলীদের মিলিত অংশগ্রহণে উচ্ছ্বল পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর এই আয়োজন ছিল ইউনিয়নের শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির আনন্দ উচ্ছ্বাসে মুখরিত। ডিআরআরএ থেকে ছিলেন ডাটা এন্ড ডকমেনটেশন অফিসার অসিত দেবনাথ,এ্যাডমিন অফিসার জি এম বাবলুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর জি এম নূরুন্নবী হাসান, আল হাসিব, মৃনাল,সহ বুড়িগোয়ালিনী ৯ টি ওয়ার্ডে কমর্রত ৯ জন কমিউনিটি ভলেন্টিয়ারর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন আলমগীর হোসেন , এ্যাডভোকেসী অফিসারএবং রামপ্রসাদ মিস্ত্রী, ফিল্ড কো-অর্ডিনেটর । প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে প্রতিবন্ধীবান্ধব এমন আয়োজনের জন্য ডিআরআরএ কে বিশেষ ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *